শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

শ্রীনগরে “সম-নাগরিকত্ব ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

লিটন মাহমুদ / ৯১ বার
আপডেট সময়: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন

শ্রীনগরে এসোসিয়েশন অব ডেভলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ,এডাব মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত সকল নাগরিকের সমান অধিকার  বিষয়ক”সম-নাগরিকত্ব ” শীর্ষক সেমিনার  অনুষ্ঠিত হয়েছে।
সিজুয়ে কিন্ডারগার্টেন স্কুল হল রুমে ২৩অক্টোবর সোমবার বেলা ১১টায় এই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এডাব মুন্সীগঞ্জ জেলা ও চেয়ারম্যান,ব্লাও এর সভাপতি -অ্যাডভোকেট এ,কে,এম আবুল কাশেমের সভাপতিত্বে ও এডাব মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব  এবং ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা’র সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মাফুজা পারভিন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ফজরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য মহাজোটের মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর খান, কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম এস এম এ খালেক, সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন, মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান আছিয়া আক্তার রুমু,যুব মহিলা আঃলীগ নেত্রী  মর্জিনা বেগম,পিএফজির এম্বাসেডর দেওয়ান আবুল হাশেম, পিএফজির সদস্য শহিদুল ইসলাম বাবু, আজিম খান,শ্যামসিদ্ধি ইউঃ আঃলীগ সভাপতি আঃ মজিদ, সাংবাদিক আল আমিন শেখ,মোঃ শেখ আছলাম,ফরহাদ হোসেন জনি, তারিকুল ইসলাম,শামসুল আলম নয়ন, শফিক মোড়ল, জাহাঙ্গীর আলম মাষ্টার, এডাব মুন্সীগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি তাসলিমা খাতুন মেম্বার, আলম মীর কার্যকরী সদস্য রত্না হালদার, নজরুল ইসলাম পান্নু প্রমূখ
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com