শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

লৌহজংয়ে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

মোঃ আলিফ হোসেন / ১২৫ বার
আপডেট সময়: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৫:২৮ অপরাহ্ন

মোঃ আলিফ হোসেন:
মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকা হতে প্রায় ২৬ লক্ষাধিক টাকা মূল্যমানের ৭০ কেজি গাঁজা ও ১৭৫ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালি মান্দা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ছাব্বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যমানের ৭০ কেজি গাঁজা ও ১৭৫ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ গোলাম রসুল হৃদয় (২৬), পিতা-মৃত আব্দুল্লাহ্ আল মামুন, সাং-স্বরূপকাঠি, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুর বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com