২৫অক্টোবর দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ এর নেতৃত্ব ও মুন্সীগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ সাহার সহযোগিতায় সঙ্গীয় ফোর্সসহ ছনবাড়ি ব্রীজে নিচ থেকে এক মাদক সেবীকে গ্রেফতার করেন।
মামলার তথ্যসূত্রে জানা যায় আসামী সুমন হোসেন(৩৪) পিতাঃ শেখ রমিজ উদ্দীন সাং মাইজপাড়া,ষোলঘর, শ্রীনগর অভিযানে গ্রেফতার করে পরবর্তীতে মাদকদ্রব্য আইনের আওতায় আসামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বলেন ,আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার হয়েছে।আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।