মোঃ আলিফ হোসেন:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে মুন্সীগঞ্জ-১ আসনে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় শ্রীনগর উপজেলার বেজগাঁও জাকের পার্টির কার্যালয় সংলগ্ন মাঠে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ভোটারদের ভোটে মুন্সীগঞ্জ-১ আসনে জাকের পার্টির মনোনিত প্রার্থী হিসেবে হাজী আতাউর রহমানকে গোলাপ ফুল প্রতীকে মনোনিত করেন।
উপজেলা জাকের পার্টির সভাপতি আবুল হোসেন বেপারীর সভাপতিত্বে কাউন্সিল পরিচালনা টিম হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল, শামীম হায়দার,মাহবুবুর রহমান হায়দার, আঃ লতিফ যুবরাজ,শেখ নজরুল ইসলাম লিটন,মুফতি শরিকুল ইসলাম সাইফি,মুফতি মাঃ মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম রবি,কেন্দ্রীয় যুব ফন্টের সাঃ সম্পাদক মোর্শেদ হাসান জামাল,মৎস্যজীবি ফন্টের সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন,ভক্তফন্টের সাঃ সম্পাদক শ্রী বিপ্লব বনিক, বাস্তুহারা ফন্টের সাঃ সম্পাদক আব্দুল রশিদ,শ্রমিক ফন্টের নজরুল ইসলাম, কৃষক ফন্টের মহিউদ্দিন ফকির, তালাবা ফন্টের মুফতি মাঃ কাউসার আহমেদ চাঁদপুরী প্রমুখ।