ঘটনার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে বক্তারকান্দী এলাকায় মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসের যাত্রী মো. আবু সুফিয়ান আহত হন। তাকে গজারিয়া ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা নিয়ে আজ রবিবার তিনি জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনকে প্রধান করে বিএনপির ৪১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, বক্তারকান্দী এলাকায় একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ৪১ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।