শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

মো: তুষার আহম্মেদ / ৯৭ বার
আপডেট সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন

তুষার আহাম্মেদ –  মুন্সীগঞ্জে বিএনপি- জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে “রুখে দাঁড়াও নারী সমাজ, স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা আওয়ামীন লীগ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৮ শে অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত সমাবেশকে ঘিরে ঘটে যাওয়া বিএনপি- জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বুধবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহুরা জামান জোসনা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আছিয়া খাতুন, সদর মহিলা আওয়ামী লীগের সভাপতি হামিদা বেগম, সালমা আক্তার সহ বিভিন্ন পেশাজীবী ও মহিলা অঙ্গ সংগঠনের নেত্রী ও কর্মীবৃন্দ।
এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন মুন্সীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা ও মুক্তিযোদ্ধা সংসদ  সন্তান কমান্ডের সভাপতি জালাল উদ্দিন রুমি রাজন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন,  অবরোধের নামে বিএনপি- জামায়াতের যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাস নৈরাজ্যের করেন।
যতদিন পর্যন্ত বিএনপি- জামায়াতের সন্ত্রাস বন্ধ না হবে, ততদিন পর্যন্ত রাজপথে থাকবেন বলে ঘোষণা করেন। এ সময় তারা বারবার স্লোগান দিতে থাকেন” শেখ হাসিনার সরকার, বারবার দরকার,। উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার।
মো. তুষার আহাম্মেদ
মুন্সীগঞ্জ।
মোবা-০১৭১৯২৮২৬১৪
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com