বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

শ্রীনগরে বসত ঘরে আগুন, ঘুমন্ত অবস্থায় যুবকের মৃত্যু 

মোঃ আলিফ হোসেন / ১০৫ বার
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ২:১৭ অপরাহ্ন

মোঃ আলিফ হোসেন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে বসত ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আটপাড়া গ্রামের মোড়ল পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. কাউসার (২২)।
সে ওই গ্রামের মো: নজরুল ইসলামের পুত্র। এলাকাবাসী জানায়, গভীর রাতে টিনের ঘরে আগুন লাগার খবর শুনতে পান। এ সময় কাউসার ঘরে ঘুমিয়ে ছিল। আগুন দেখে বাড়ির লোকজন চিৎকারে করে ডাকাডাকি করলেও কাউসার ঘরের ভিতর থেকে বের হতে পারেনি।
খবর পেয়ে দ্রুত শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে ঘর থেকে কাউসারের ঝলসানো মৃত দেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন  কর্মকর্তা মো: মাহফুজ রিবেন জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের এসআই নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে শ্রীনগর থানার এসআই নজরুল ইসলাম বলেন, রাতে ঘরে ঘুমিয়ে ছিল কাউসার বৈদ্যুতিক শট-সার্কি থেকে আগুন লেগে সে মারা যায়। তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com