শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মজিব রপ্তানি ট্রফি পেলেন – শেখ মো: আব্দুল্লাহ (সি আই পি )

লিটন মাহমুদ / ১১৭ বার
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ২:৪৯ অপরাহ্ন

লিটন মাহমুদ:
সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে ২০২০-২১ অর্থবছরে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি ষষ্ঠবারের মত পেয়েছেন এ.কে.এম নীট ওয়্যার লিমিটেড। বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিকারক আর এম জি ওভেন হিসেবে সফল স্বীকৃত অর্জন করেন জাতীয় রপ্তানি ট্রফি রৌপ্য।
 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান শেখ  মোঃ আব্দুল্লাহ (সি আই পি ) মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে শেখ অজিজা বিনতে আব্দুল্লাহ ও এস এম আমজাদ হোসাইন পরিচালক এ কে এম নীটওয়্যার লিমিটেড।
বাংলাদেশের সফল রপ্তানিকারক অবদানের স্বীকৃতি প্রদান, রপ্তানি বৃদ্ধিতে উৎসাহীকরণ এবং বহির্বাণিজ্য সম্প্রসারণ ও সুসংহতকরণের লক্ষে এ ট্রফি দেওয়া হয়৷
বুধবার (০৮ নভেম্বর) বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জাতীয় রপ্তানি ট্রফি (২০২০-২০২১) প্রদান করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি৷বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।
অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান স্বাগত বক্তব্য প্রদান করেন।
ভবিষ্যতের আরও ভালো কিছু করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন
শেখ মোঃ আব্দুল্লাহ ও প্রতিষ্ঠানে কর্মকর্তারা  ।
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com