তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ ও আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মুন্সীগঞ্জ-৩ আসনে মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থন জানিয়ে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ছাত্র-তরুন ও যুবসমাজের ব্যানারে সরকারি হরগঙ্গা কলেজ থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে সুপারমার্কেট ও আল্লাহু চত্ত্বর প্রদক্ষিন করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে জেলা, সদর, শহর ও সরকারি হরগঙ্গা কলেজসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মী এবং সহস্রাধিক বিভিন্ন বয়সী তরুন যুবক অংশ অংশ নেয়। এসময় জামাত-বিএনপি নৈরাজ্যের প্রতিবাদ ও ফয়সাল বিপ্লবকে প্রার্থী চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
পরে জেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য রাখেন। বক্তব্যে বিএনপি জামাতের হরতাল অবরোধের নামে আগুন-সন্ত্রাস বন্ধের আহ্বান জানান।
বক্তব্যে তারা, আগামী নির্বাচনে মুন্সীগঞ্জ পৌর-মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ প্রার্থী করার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শহর যুবলীগ নেতা মামুন খালাসী, রাসেল শেখ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, সাধারন সম্পাদক লাকুম রাঢ়ি, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাগর, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগ সভাপতি নিভির আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর প্রমুখ।