শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

সিরাজদিখানে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন ইঁটভাটার মালিক ও শ্রমিকরা

লিটন মাহমুদ / ১০৩ বার
আপডেট সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন

লিটন মাহমুদ:
সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে রাতে একটু শান্তিতে ঘুমানোর কথা কিন্তু সেই ঘুম কেড়ে নিয়েছে ডাকাত আতঙ্ক। এমন আতঙ্কিত অবস্থায় রয়েছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রায় ৪০ টি ইঁটভাটার শ্রমিকরা। এর আগে গত (৭ নভেম্বর) মঙ্গলবার ও (১১ নভেম্বর) শনিবার দুই দফা  উপজেলার ৫ টি ইট ভাটায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল মোল্লা ব্রিকস,পপুলার ব্রিকস,নুরে মদিনা ব্রিকস সহ কয়েকটি ব্রিকসের শ্রমিকদের টাকা পয়সা স্বর্ণালংকার মোবাইল ছিনিয়ে নিয়ে ১০-১২ শ্রমিক কে মারধর করে গুরুতর আহত করেছে।
প্রতিবছরের এই সময়ে দেশের বিভিন্ন জেলা থেকে ইঁটভাটায় জীবিকা নির্বাহার লক্ষ্যে পরিবার নিয়ে কাজের উদ্দেশ্যে আসেন হাজারো পরিবার। ইটভাটায় কাজ করার পাশাপাশি স্ব স্ব কর্মস্থলের পাশেই ঝুপড়ি ঘর উঠিয়ে বসবাস করেন তারা।
কয়েকটি ইঁটভাটার একাধিক শ্রমিক জানান,ডাকাতদের আতঙ্কে রাতে ঘুমাতে পারিনা সারারাত জাগনা থেকে দিনে কাজ করতে সমস্যা হয় এতে করে কমে যাচ্ছে আমাদের আয় রোজগার ফলে পরিবার নিয়ে অভাব অনটনে দিন কাটছে। আমরা একটু নিরাপত্তার মধ্য দিয়ে কাজ করতে চাই কারণ দেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে কাজ করি কিন্তু ডাকাত আতঙ্কে আমাদের নির্ঘুম রাত কাটছে।
ইঁটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আ: মান্নান জানান,এ ডাকাতি বন্ধের লক্ষে ইঁটভাটার শ্রমিক,মালিক পাশাপাশি পুলিশ একযোগে কাজ করে যাচ্ছি। যে কোন মুল্যে এ ডাকাতি বন্ধ করতে হবে নতুবা আমাদের শ্রমিক ধরে রাখতে পারবো না।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন বলেন, শ্রমিকদের কিছু মোবাইল নিয়েছে আমাদের নজরদারি রয়েছে ইঁটভাটার দিকে।
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com