মোঃ আলিফ হোসেন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে রাস্তা পারাপার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ১জন গুরুতর আহত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট সংলগ্ন ঢাকা গামী লেনে রাস্তা পারাপার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
আহত পথচারী আ:খালেক মাদবর (৫৩), লৌহজং উপজেলার কাজির পাগলা এলাকার মো:শহর আলী মাদবরের ছেলে।
স্থানীয়রা জানায়, আব্দুল খালেক মাতবর রাস্তা পারাপার হওয়ার সময় একটি বাস হঠাৎ করে চলে এসে তাকে ধাক্কা দেয়। ওই বাসটিকে থামানোর চেষ্টা করলে সে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত আ:খালেক মাদবর কে স্থানীয়রা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থাকা কর্তব্যরত চিকিৎসক খালেক মাদবর’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।