গজারিয়া( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ গজারিয়ায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জন সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকালে মাথাভাঙ্গা মহিলা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে গজারিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা কার্যালয় উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ নাসির উদ্দিন, উপ- পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর , মুন্সিগঞ্জ। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোঃ জামিল। প্রশিক্ষণ প্রার্থীদেরকে নিজ উদ্যোগে আত্মকর্ম সংস্থান সৃষ্টির পাশাপাশি সমাজ থেকে জঙ্গিবাদ, বাল্যবিবাহ , মাদকাসক্ত,ও ইভটিজিং কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা রাখার পালনে আহ্বান রাখেন । প্রশিক্ষণ শেষে নিজ নিজ কর্মসংস্থানের উন্নয়ন করে পরিবার সমাজ ও দেশের অর্থনৈতিতে প্রশংসনীয় ভূমিকা রাখার আহ্বান জানান যুবকদের।
আল আমিন
গজারিয়া