গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ রহিম বেপারী (২৭) নামে এক ডাকাত’কে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় আরো ৬ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত রহিম বেপারী রাজধানীর
দক্ষিন কেরানীগঞ্জের হালিম বেপারীর ছেলে।
গতকাল বুধবার বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির।
তিনি জানান,মঙ্গলবার গভীর রাতে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকায় সন্দেহ জনক ভাবে চলাচল করছিল পিকআপটি, যাহার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো ন-২০ ৫১৩২।
এসময় টহলরত পুলিশ লক্ষ্য করে গাড়িটিকে ধাওয়া করলে চালক দ্রুত বেগে পালানোর চেষ্টা করে। কিন্তু সামনে গাড়ির জ্যাম থাকায় পালাতে না পেরে গাড়িটি মতলব সিএনজি পাম্পের সামনে থামিয়ে তারা দৌড়ে
পালানোর সময় একজনকে ধরে ফেলতে সক্ষম হয়। বাকি চালকসহ ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। এ সময় পিকাআপ থেকে ছয়টি চায়নিজ চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।