বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে এডাব- এসোসিয়েশনের মানববন্ধন

মোঃ আলিফ হোসেন / ৭৭ বার
আপডেট সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১:৫০ অপরাহ্ন

মোঃ আলিফ হোসেন:
“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি” শীর্ষক আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে এডাব- এসোসিয়েশন অব ডেভোলেপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা কমিটির মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে মুন্সিগঞ্জে এডাব কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৬১ জেলার জেলা প্রশাসক কার্যালয় অথবা জেলা প্রেসক্লাবের সম্মূখে মানববন্ধন কর্মসূচি পালন করার অংশ হিসেবে এ মানববন্ধন পালন করা হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব সম্মূখে এডাব মুন্সীগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি তাসলিমা বেগম এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফ্রেন্ডস্ সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কামাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন, এডাব মুন্সীগঞ্জ জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম পান্ন। সাংবাদিক মোকবিল হোসেন, আবুল কালাম, নাসির উদ্দিন, তারিকুল ইসলাম, মোরসালিন, শাওন হোসেন সুমন, দেওয়ান রহমতুল্লাহ সহ বিভিন্ন স্তরের সুশীল সমাজের প্রতিনিধি।
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com