শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

শ্রীনগরে জায়গা দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ

মোঃ আলিফ হোসেন / ৬৯ বার
আপডেট সময়: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:২৫ অপরাহ্ন

মোঃ আলিফ হোসেন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে জায়গা দখল করে দোকান তোলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাসুর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নাদিম বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আক্কাস মোল্লা (৬০), পিতা মৃত রমিজ মোল্লা, ২। সাদ্দাম মোল্লা (৩০), পিতা-আক্কাস মোল্লা, উভয় সাং- উত্তর বালাশুর বাগানবাড়ী, থানা শ্রীনগর, জেলা মুন্সীগঞ্জসহ অজ্ঞাতনামা ২/৩ জনদের বিরুদ্ধে ওই জমি দখলের অভিযোগ করা হয়েছে।জানা গেছে, জমিটি ক্রয়সূত্রে মালিক অহিদুল সরদার।  অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগণ আমাদের প্রতিবেশী। বিবাদীগণদের সাথে আমার স্ত্রীর বোনের স্বামী অহিদুল সর্দার (৫০), পিতা-মৃত আবু সর্দার, সাং-উত্তর বালাশুর, থানা শ্রীনগর, জেলা মুন্সীগঞ্জ এর সাথে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল মৌজার খতিয়ান নং-আর এস ১০২৮, নাঃ ৩৪৫২, দাগ নং- ৪৩৪/১৬৮৫, শ্রেণী নাল, পরিমান ০.৩৩২৫ একর সম্পত্তি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। আমার ভাই অহিদুল সর্দার প্রবাসে থাকায় বিবাদীগণ বিভিন্ন সময়ে জোর পূর্বক বর্ণিত জমি ভোগ দখল করার পায়তারা করিতে থাকে। আমরা বাঁধা নিষেধ করিলে বিবাদীগণ আমাদের কে বিভিন্ন ধরনের ভয়ভীতির হুমকি প্রদান করে। বিবাদীগণ গত ১৩/০১/২০২৪ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০ টার সময় আমার ভাইরা অহিদুল সর্দারের বর্নিত জমিতে পাকা ভবন দোকানঘর নির্মান করিতেছে। আমরা বিবাদীগণদের কে নিষেধ করিলে বিবাদীগণ আমাদের কে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ খুন জখম করার হুমকি প্রদান করে। বর্তমানে বিবাদীগণদের ভয়ে আতংকের মধ্যে আছি।  জায়গার মালিক অহিদুল সরদার বলেন, আমি এই জায়গা ক্রয় সূত্রে মালিক তারা আমার জায়গায় জোর করে দোকান নির্মাণ করতেছে। আমি প্রবাসে থাকায় আমার ভাইয়রা বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। সরকারের কাছে আমার আকুল আবেদন আমার জায়গাটা কেউ জোর দখল না করতে পারে।  এ ব্যাপারে আক্কাস মোল্লার কাছে জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার কল করেও তাকে পাওয়া যায়নি।  এবিষয়ে রাঢ়ীখাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক মোল্লা বলেন, আক্কাস মোল্লা বলেন আমি ক্রয় সূত্রের মালিক এদিকে ওয়াহিদুল সরদার বলেন আমিয় ক্রয় সূত্রে মালিক দুই জনই তারা এই সম্পত্তি দাবি করে আমি তাদের বলেছি এ বিষয়ে বসে মীমাংসা করার কথা তারা কেউই আমার কথা শুনেনি।তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এ এসআই  মোঃ মোতালেব মুন্সি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com