তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মৌমাছির কামড়ে মো. চুন্নু বেপারী (৫৫) নামে ১ কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শনিবার (১১ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর রায়পুরা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত চুন্নু বেপারীকে পরে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে আনলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, মৌমাছির কামড়ে সে ঘটনাস্থলে মারা গেছে। পরে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তার সাথে আহত অবস্থায় আরও তিনজনকে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের বড় ছেলে রানা বেপারী জানান, সকালে আমার বাবা জমিতে লাউ কাঁটতে গেলে হঠাৎ চিৎকারের শব্দে পাই। আমরা বাসা থেকে বের হয়ে জমির সামনে গেলে আমার বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এ সময়ে আশপাশের লোকজন ছুঁটে গেলে তারাও মৌমাছির কামড়ে আহত হয়ে মা গো,বাবা গো বলে দৈাড়ে পালিয়ে যায় সকল এলাকাবাসী।