তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলের চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহান শেখের মাদক বিক্রি না করার জের ধরে শান্ত শেখ নামের এক যুবককে কেচি দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত শান্ত (২৩) হাসাইল- বানারী ইউনিয়নের নজরুল শেখের ছেলে।
এ ঘটনায় শান্ত শেখ শুক্রবার রাতে টঙ্গীবাড়ি থানায় মাদক ব্যবসায়ী সোহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শান্তকে ফুলতলা নামক স্থানে কেচি দিয়ে কুপিয়ে জখম করে সোহান।
আহত শান্ত বলেন, মাদক ব্যবসায়ী সোহান আমার ফুফাতো ভাই মিরাজ তার দেওয়া মাদক বিক্রি করতে বললে, আমার ফুফাতো ভাই মাদক বিক্রি করতে অস্বীকৃতি জানায়। পরে সোহান বলে তুই আমার মাদক বিক্রি না করলে তোর এক পা ভাঙ্গা আরেক পা আমি ভেঙ্গে দিবো। এরপর আমার ফুফাতো ভাই আমাকে বিষয়টি জানালে আমি সোহানকে জিজ্ঞেস করি তুই আমার ভাইকে এই ধরনের কথা কেনো বলছোস।
পরে এ কথা বলাতে সোহান আমাকে কেচি দিয়ে কুপিয়ে গুরুতর যখন করে। আমাদের চিৎকার করলে লোকজন ঝড়ো হতে থাকলে সোহান দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সোহান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। যদি কেউ তার বিরুদ্ধে কথা বলে, তাহলে পুলিশ দিয়ে হয়রানি করায়।
এ ব্যাপারে মিরাজ বলেন, সোহান আমাকে মাদক বিক্রি করতে বলে আমি মাদক বিক্রি করবো না বলিলে ও আমাকে বলতেছে তুই আমার লগে থাকবি না। আমার লগে চলতে হবে, আমার মাদক বিক্রি করতে হবে, আমি তখন বলি তোর লগে থাকুম না মাদক বিক্রি করবোও না। ও আমাকে বলে তোর এক ঠ্যাং ভাঙ্গা আমার মাদক বিক্রি না করলে আরেক ঠ্যাং ভেঙে ফেলব। এটা আমি আমার মামাতো ভাই শান্তকে জানাই। পরে শান্ত সোহানকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সোহান শান্তকে কেচি দিয়ে কুপিয়ে যখম করে।
এলাকাবাসীর অভিযোগ সোহান পুলিশের সোর্স পরিচয়ে দীর্ঘদিন যাবত হাসাইল এলাকায় মাদক ব্যবসা, নৌযানে ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করে আসছে। পুলিশের সোর্স হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, সোহান পুলিশের সোর্স নয় । সে চোর-বাটপার শুনেছি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মো. তুষার আহাম্মেদ
মুন্সীগঞ্জ।
মোবা-০১৭১৯২৮২৬১৪