শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

আড়িয়াল বিলে মোবাইল কোর্টে অবৈধ ড্রেজারে ৫ লাখ টাকা জরিমানা

মোঃ আলিফ হোসেন / ৭৭ বার
আপডেট সময়: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন

মোঃ আলিফ হোসেন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলের অংশে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট ও ৪টি মামলায় ৫ লক্ষ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সারাদিন শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শ্রীনগর গোয়ালীমান্দ্রা খালের আড়িয়াল বিল, ষোলঘর, শ্রীনগর সদর অংশে অবৈধ ভাবে একাধিক ড্রেজার বসিয়ে কৃষি খাস জমি ভরাট করাকালে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৪টি অবৈধ ড্রেজারকে ৫ লক্ষ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয় ও এসময় ৭টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১টি
মামলায় আর্থিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ বলেন, আড়িয়াল বিলসহ উপজেলার সর্বত্র আড়িয়াল বিল ও কৃষি জমি রক্ষায় মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com