শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে সেফটি বিহীন ফুটওভার ব্রিজ নির্মাণ,যেকোনো সময় দূর্ঘটনার আশঙ্কা

ওসমান গনি / ৮৭ বার
আপডেট সময়: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৪:১১ অপরাহ্ন

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধি:

মুন্সিগঞ্জে গজারিয়ায় উপজেলা ভবেরচর বাসস্ট্যান্ডে নির্মাণাধীন ফুটওভার ব্রিজে কোনো প্রকার নিরাপত্তা সেফটি ছাড়াই কাজ চালাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা।ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এরকম গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণশ্রমিকরা সেফটি বেইল ছাড়াই কাজ ধারছে কাজ করে যাচ্ছে।আর নিচ দিয়ে যাচ্ছে দ্রুতগামী যাত্রীবাহী বাস সহ,এম্বুলেন্স,ট্রাক,পিকআপ,প্রাইভেট কারের মত গাড়ি।তাছাড়া নিচ দিয়ে যাতায়াতে করছে পথচারী হাজারও নারী পুরুষ।

সরজমিনে দেখাযায়,৫ থেকে ৭ জন উপরে কাজ করছে,এয়াল্ডিং,জয়েনিং,ফিটিং এর মত গুরুত্বপূর্ণ কাজ।নেই তাদের কোনো নিরাপত্তা,একজনের পরিহিত নিরাপত্তা বেইল দেখা গেলেও বাকি সকলের নেই কোনো নিরাপত্তা,যেকোনো সময় ঘটতে পারে গতবছরের ঢাকা ফ্লাইওভার ব্রিজের গ্রাডার গাড়িতে পড়ে শিশু সহ স্বপরিবারে মৃত্যুর মত ঘটনা।দেখা যায় ফোরম্যান নিচ থেকে বিভিন্ন যন্ত্রপাতি হাতে ডিল মেরে উপরে কর্মরত শ্রমিকদের দিচ্ছে।শ্রমিকরাও কোনো প্রকার সেফটি ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে ক্যাচ ধরতে চেষ্টা করে।তবে তাদের এ ঢিলা ঢিলির মাঝে দুই থেকে তিন বার নিচে পরে যায় যন্ত্রপাতি,দেখা যায় একটি বাসের ছাদে ও পড়তে।
আবার দেখা যায় রশি দিয়ে টেনে টেনে উঠানো হচ্ছে বড় বড় গাডার(এঙ্গেল)নিচ দিয়ে পায়ে হেটে প্রতিনিয়ত পারাপার হচ্ছে হাজার হাজার যাত্রী,এতে হতে পাড়ে যে কোনো সময় বিশাল বড় দূর্ঘটনা।

ফোরম্যান আনোয়ার জানায়,সব জায়গায়ই সেফটি ছাড়া কাজ করে,তারপরও এখানে একটি সেফটি বেইল আছে।আর দূর্ঘটনা বিষয়ে যানতে চাইলে বলে কপালে থাকলে দূর্ঘটনা ঘটবে।ঠিকাদার হেমায়েদ খাঁন জানায়,আমি ঢাকা শহরে যত কাজ করেছি সব এ ভাবেই করেছি।পত্রিকায় রিপোর্ট করে কি হবে,ঢাকার সব বড় বড় সম্পাদকেরা আমার পকেটে।

0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com