বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত-৩

মোঃ আলিফ হোসেন / ৭১ বার
আপডেট সময়: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৬ পূর্বাহ্ন

মোঃ আলিফ হোসেন:
ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় ৩জন নিহত হয়েছেন। এতে অন্তত বাসের আরো ১২ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার ভোর ৪ টার দিকে সিরাজদিখান উপজেলার রামের খোলা নামক এলাকায় ঢাকা-মাওয় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোসাৎ হাসিনা বেগম (৪২) নামে এক বাসযাত্রীসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন  চট্রগ্রাম জেলার মৃত আব্দুল বাতেন মিয়ার পুত্র লাভলু (৫৫),পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের পুত্র মোঃ জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার পুত্র মফিজুল ইসলাম (৪২)সহ অন্তত ১২ জন আহত হন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদিখান থানা পুলিশ সূত্রে জানা যায় , লাবিবা পরিবহন নামের (ঢাকা মেট্রো ব-১৪-৭৩২৫)  একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে  যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া  এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায়  ফ্লাইভারের উপর ঢাকাগামী দাড়িয়ে  থাকা মালবাহী একটি ট্রাককে (ঢাকা মেট্রো ট-১৮-৪২৮৯)  ধাক্কা দিলে  লাবিবা পরিবহন বাসটি নিয়ন্ত্রন হারিয়ে  এক্সপ্রেসওয়ের রেলিং এর সাথে স্ব-জোরে আঘাত লেগে উল্টে যায়। এ সময় ৩ বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় প্রায় ১২ বাস যাত্রী।

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে  থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন,মালবাহি ট্রাকটি নষ্ট হয়ে যাওয়ায় পথে দাড়িয়ে ছিলো পিছন থেকে লাবিবা পরিবহন বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাক আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় বেশ কিছু বাসযাত্রী আহত হয়েছেন । তাদের ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com