শনিবার( ২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার চাষিরী গ্রামের আসাদুজ্জামান জুয়েলের ছেলে রেজা মাহমুদ সায়মন ও একই এলাকার মৃত মোতালেবের ছেলে সুমন ওরফে কালু ।
এ তথ্য নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো.মোস্তাফিজুর রহমান রিফাত বলেন,উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহের আলীর মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে দুই ছিনতাইকারী । এ সময় একটি ২২ বোরের রিভালবারসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ জনতা ।
ইউপি সদস্য মেহের আলী জানান, শনিবার বিকালে আমার নিজ বাড়ী দক্ষিন রাজানগরে একটি মোটরসাইকেলে চড়ে দুই ছিনতাইকারী আসে। এ সময় তারা আমার মোটর সাইকেলটি ছিনিয়ে নিতে চেষ্টা করে । পড়ে আমি প্রতিরোধ গড়ে তুললে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমিও আমার মোটরসাইকেল নিয়ে ওদের পিছনে দাওয়া করি । ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় গিয়ে জনতার সহযোগীতায় ওদের আটক করে পুলিশে দেই ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো.মুজাহিদুল ইসলাম বলেন, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল ওরা । ওদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে ।