বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার তীব্র ভাঙনে বসতবাড়ি বিলীন

লিটন মাহমুদ / ৬১ বার
আপডেট সময়: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ১২:৩০ অপরাহ্ন

লিটন মাহমুদ:
পদ্মার তীব্র ভাঙনে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১০ টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়াও ভাঙন আতঙ্কে সরিয়ে নেওয়া হয়েছে আরো ১৫টি বসতঘর। শুক্রবার সকাল থেকে জেলার লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া এলাকায় আকস্মিক এই ভাঙন দেখা দেয়।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই তীব্র ভাঙন শুরু হয় পদ্মার তীরবর্তী এলাকা নওপাড়ায়। এখানে মুহূর্তের মধ্যেই দশটি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। পরে ভাঙন আতঙ্কে আরো ১৫টি বসতঘর সরিয়ে নেয়া হয়েছে। এতে করে গৃহহীন হয়ে পড়েছে প্রায় ২৫ টি পরিবার।
অতি দ্রুত ভাঙন রোধ করা না গেলে ভাঙনের কবলে পড়বে লৌহজং ডিগ্রী কলেজসহ সরকারি বেসরকারি বহু স্থাপনা।
তবে ইতিমধ্যে ভাঙন কবলিত  এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের কথা জানিয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যথাসাধ্য জেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com