মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

গজারিয়ায় ৩ জেলেকে অর্থদন্ড

আল আমিন / ৭৮ বার
আপডেট সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ২:২২ অপরাহ্ন

গজারিয়া প্রতিনিধিঃ আল আমিন

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার দায়ে ৩ জেলেকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ

আদালত।
 রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম।
জানা যায়, রোববার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় উপজেলার গোয়ালগাঁও গ্রামের রুস্তম আলীর ছেলে হাসান আলী (৬০) একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কামাল (৫০) ও কাজীপুরা গ্রামের আবু তালেবের ছেলে শরিফ (৩০) নামে ৩ জেলেকে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এজাজ উদ্দিন সহ নৌ পুলিশের একটি টিম।
গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইলিশের প্রজনন মৌসুমে কোনো অবস্থাতেই নদীতে ইলিশ শিকার করতে দেওয়া হবে না। মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান।#####
তাং১৫-১০-২৩ইং
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com