মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

শ্রীনগরে ইলিশের প্রজনন রক্ষায় মৎস্য অভিযানে কারেন্ট জাল জব্দ

মোঃ আলিফ হোসেন / ৭৩ বার
আপডেট সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৮:৩৫ পূর্বাহ্ন

মোঃ আলিফ হোসেন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইলিশের প্রধান প্রজনন রক্ষায় মৎস্য অভিযানে কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর ভাগ্যকুল, মান্দ্রা ও নুরু বয়াতির চরে অভিযান চালানো হয়। এ সময় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার এসআই আরিফুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা আজিজুল হক, ক্ষেত্র সহকারী ছাদিয়াতুজ জোহরা বেগম প্রমুখ।

মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, অভিযানের খবর পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়। এ সময় কারেন্ট জাল জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়। ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় (আগামী ০২ নভেম্বর পর্যন্ত) এই অভিযান অব্যাহত থাকবে।

0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com