রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের সন্তান প্রভাবশালী প্রযোজক ও পরিচালক শফি বিক্রমপুরী আর নেই

লিটন মাহমুদ / ৬৪ বার
আপডেট সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার প্রভাবশালী প্রযোজক, পরিচালক ও পরিবেশক শফি বিক্রমপুরী আর নেই। আজ বুধবার (১৮ অক্টোবর) ভোর ৪ টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা।
প্রভাবশালী প্রযোজক ও পরিচালক শফি বিক্রমপুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মু্ন্সীগঞ্জ কবি পরিষদ।
১৯৪৩ সালের ৪ জুলাই মুন্সীগঞ্জ (সাবেক বিক্রমপুর) জেলার শ্রীনগর থানার মত্তগ্রামে জন্ম শফি বিক্রমপুরীর।
মাত্র ২২ বছর বয়সে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন শফি বিক্রমপুরী। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া সেই ছবির নাম ‘গুনাই বিবি’। এতে তিনি যৌথ প্রযোজক ছিলেন। এছাড়া ১৯৭২ সালে খ্যাতিমান পরিচালক সুভাষ দত্ত পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ এবং শহিদুল হক খান পরিচালিত ‘কলমি লতা’ সিনেমা দুটিও যৌথভাবে প্রযোজনা ও পরিবেশনা করেন তিনি।
পরিচালক হিসেবে শফি বিক্রমপুরীর অভিষেক হয় ১৯৭৮ সালে ‘রাজদুলালী’ সিনেমার মাধ্যমে। তার প্রযোজিত ও পরিচালিত অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে- ‘ডাকু মনসুর’, ‘বাহাদুর’, ‘জীবন তৃষ্ণা’, ‘সবুজ সাথী’, ‘সকাল সন্ধ্যা’, ‘মাটির কোলে’, ‘শশীপুন্নু’, ‘শান্তি-অশান্তি’, ‘জজসাহেব’, ‘দেনমোহর’, ‘অবুঝ মনের ভালোবাসা’ ইত্যাদি।
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com