শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

গজারিয়ায় সমস্যা ও সম্ভাবনা শীর্ষক উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

আল আমিন / ১০২ বার
আপডেট সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন

গজারিয়া( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ আল আমিন
মুন্সীগঞ্জের গজারিয়ায় ”আমার গ্রাম, আমার শহর, গ্রাম উন্নয়নে কাজ করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ স্লোগান কে সামনে রেখে ইমামপুর  ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৩ টায় দৈনিক মুন্সীগঞ্জের কাগজ ও বিক্রমপুর-মুন্সীগঞ্জের কাগজ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।

এসময় প্রধান অতিথির কাছে ইমামপুর ইউনিয়নের যাতায়াত ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরনের ইউনিয়নবাসী। ইমামপুর  ইউনিয়নের সকল সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি আমিরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হাফিজুজ্জামান খান জিতু,গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেখ।

উপস্হিত সন্মানিত ব্যাক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন,
বাগাইকান্দি সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহতাবউদ্দিন প্রমূখ।

এ সময় ইমামপুর  ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সা:সম্পাদকবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন সমস্যার স্বরচিত্র তুলে ধরে তা সমাধানের আশ্বাস দেন উপস্থিত আমন্ত্রিত অতিথিগণ।

0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com