মোঃ আলিফ হোসেন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে মা ইলিশ বিক্রি করার দায়ে মো: কাজল শান্ত (২২), মো: শামীম (২৫) কে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুর ২টার দিকে উপজেলার মধ্য বাঘড়া বেপারী বাড়িতে মা ইলিশ বেচাকেনা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘড়া পুলিশ ফাঁড়ির এএসআই মাহমুদুলের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ১২ কেজি মা ইলিশ সহ দুই জনকে আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাফফাত আরা সাঈদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক মোবাইল কোর্ট পরিচালনা করে দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করে।
মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক বলেন,ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় (আগামী ০২ নভেম্বর পর্যন্ত) এই অভিযান অব্যাহত থাকবে।